মাসের রুপ
এলো বৈশাখ, জৈষ্ঠ্যমাস
গরমেতে লাগে কষ্ট,
আম,জাম,কাঁঠাল, লিচু খেয়ে হয় সন্তষ্ট।
এলো আষাঢ়, শ্রাবন
আকাশেতে কালো মেঘ,
ঝমঝম বৃষ্টির নাচনে
খাল,বিল করে থইথই,
কদম,কেয়ার গন্ধে আজ মন গেল কই।
এলো ভাদ্র, আশ্বিন
আকাঁশ হলো গাড় নীল,
বাতাসে দোলে কাশফুল
শিউলির মিষ্টি গন্ধে প্রাণ হলো ব্যকুল।
এলো কার্তিক,অগ্রহায়ন
রাখাল ছেলের বাঁশির সুরে,
মন থাকে না ঘরে।
মাঠে মাঠে ধান পাকে
ঘরে ঘরে নবান্ন উৎসব,
ভোরের আলোতে ঘাসের ডগায়
জমে শিশিরের বিন্দু।
এলো পৌষ, মাঘ
চারপাশ কুয়াশায় ঢাকা,
পিঠাপুলি খেতে লাগে সুখ,
তাই এ মাসেতে নেই মনের
কোনো অসুখ।
এলো ফাল্গুন, চৈত্র
প্রকৃতির নতুন রুপে চারপাশ
সেজেছে নানান ফুলে,
কোকিলের গানের সুরে।
সালমা