মায়াবী পর্দা তুলে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মায়াবী পর্দা তুলে

বান্দা হাফিজ

রোদ্রের উত্তাপে ওই দেখো নারী তার বুক ফেটে যায়
বেডে পড়ে কৈশোরের শুকনো স্মৃতিরা
শীৎকারে কেঁপে কেঁপে ওঠে- আর
ভেঙে টুকরো টুকরো হয় কাঁচের কিশোরী

প্রোটন পরমানু কেন্দ্রে ছোটাছুটি করে
একা- বড় একা

মায়াবী পর্দা তুলে হৃদয় বেরোতে চায়
পোয়াতির পয়োধর যেমন-

বয়সের রোদ্রে ওই দেখো নারী তার বুক ফেটে যায়

হিজড়া বিছানাকে ক্রমশ ধর্ষণ করে নারী
তীব্রভাবে- গভীর সংগোপনে
যন্ত্রণাহৌসে যন্ত্রণার সিঁড়ি ভেঙে ওঠে
ল্যাকেসিসের বিছানায় রাত কাটে
একা- একাকিত্বের যন্ত্রণা কাঁচুলিতে – দিন যায়
বয়সের শেষ সন্ধ্যালোকটুকুও কিনে ফেলে অন্ধকার
জলের দরে

তবুও ফোটেনা মুখ – পলস্তারা গুঁজে দেয়
চিঁড় খাওয়া বুকে।

0

Publication author

0
বান্দা হাফিজ। জন্ম ৩১ ডিসেম্বর ১৯৭৮ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। প্রকাশিত কাব্যগ্রন্থ ২টি। ১. আমি কবি রাতের সহোদর ২. নৃপতি ঘুঙুর হয় কবিদের পায়ে
Comments: 0Publics: 5Registration: 23-01-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।