মা এর সওদা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মা বলেছে বাজার যেতে,
পান, শুপারী, চুন আনতে।
পয়সা গুনে পথে যেতে,
হঠাৎ শুনি, আগুন লাগে বাজারেতে।

এই কথাটি যেই না শুনা ,
কোথায় আমার পয়শা গোনা!
ভুলেগেছি সওদা আনা,
মনে শুধু, প্রান বাঁচাতে নেইকো মানা।

তাইতো ছুটে ঘরে ফিরি,
পার হয়েছি কয়েক সিড়ি-
মা বলছে আমায় ধরি,
কোথায় আমার পান শুপারি?

সবই বলি মায়ের কাছে,
খবরটা কি সঠিক আছে?
আগুন নয় ভুল হয়েছে,
হঠাৎ জিনিস পত্রের দাম বেড়েছে।
……………অদম্য পথিক।

0

Publication author

offline 10 months

অদম্য পথিক

0
আমি লেখা-লেখি শুরু করেছিলাম ছাত্র জীবন ((ক্লাশ-৮) থেকে। কিন্তু, পারিবারিক আর্থিক সমাধান করতে গিয়ে বিএ পাস করার পর লেখা-লেখি করা আর হয়নাই। তবে কর্ম ক্ষেত্রে স্বরচিত ও বিভন্ন কবিদের কবিতা আবৃতির চর্চা করি। এ বয়সে এসে তা ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করছি।
Comments: 0Publics: 2Registration: 22-02-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।