মা এর সওদা
মা বলেছে বাজার যেতে,
পান, শুপারী, চুন আনতে।
পয়সা গুনে পথে যেতে,
হঠাৎ শুনি, আগুন লাগে বাজারেতে।
এই কথাটি যেই না শুনা ,
কোথায় আমার পয়শা গোনা!
ভুলেগেছি সওদা আনা,
মনে শুধু, প্রান বাঁচাতে নেইকো মানা।
তাইতো ছুটে ঘরে ফিরি,
পার হয়েছি কয়েক সিড়ি-
মা বলছে আমায় ধরি,
কোথায় আমার পান শুপারি?
সবই বলি মায়ের কাছে,
খবরটা কি সঠিক আছে?
আগুন নয় ভুল হয়েছে,
হঠাৎ জিনিস পত্রের দাম বেড়েছে।
……………অদম্য পথিক।
Subscribe
Login
0 Comments
Oldest