মা
মা এই পৃথিবীতে জন্ম নিয়ে…….
তুমি ভোগ করেছো শুধু ই বেদনা।।
শিকার হয়েছো কতো লাঞ্ছনার….
কতো জনই না করেছে তোমায় বঞ্চনা।।
তাও আঁকড়ে ধরেছো তুমি সবাইকে বুকে..
কি জানি কোন সুখে ?
এক সময় ছিলে তুমি নারী, হয়েছো কারো বউ,
অবশেষ এ মা….
জন্ম দিয়েছ তুমি কতই না প্রতিভা।।
তোমার থেকে ই সূচনা সৃষ্টি র ….
এ জগৎ কে চিনতে, বুঝতে, জানতে শিখিয়েছো তুমি…
সাক্ষী রয়েছে আকাশ, বাতাস আর পদভূমি..
আসনা মা তোমার কপালটা চুমি।।
Subscribe
Login
0 Comments
Oldest