মা
মা’যেন এক বহতা নদীর নাম
যার বুক জুড়ে বয়ে চলে শুধু
টলটলে ভালোবাসার জল।
মা’গো তুমি বেঁচে থাকো
হাজার বছর,কোমল হৃদয়ে
মমতার আঁচল বিছিয়ে
আমাদের বিস্তীর্ণ এই পথ চলায়।
মাগো তোমার মধুর হাসি
ঠোঁটে যখন
হেসে উঠে নিখিল ভুবন ।
মাগো তোমার স্নেহের পরশ
মাথায় যখন
স্বর্গ যেন লুটায় তখন ।
মা’যেন এক অভয়াশ্রমের নাম
যার বুক জুড়ে আছে শুধু
অফুরন্ত মায়ার সম্ভার ।
মা’গো তোমায় ভালোবাসিি
অফুরন্ত,অসীম
এই পৃথিবীতে যতদিন,যতক্ষণ
বুকের গহীনে নিঃশ্বাস বিদ্যমান ।
Subscribe
Login
2 Comments
Oldest