মিলনের হোলি
প্রিয়তম, এস খেলি তুমুল দোল আজ।
এস আমরা আবেগের রঙ দিয়ে
সমস্ত কৃত্রিম রঙ মুছে দিই নিজেদের।
একেবারে হৃদয় ভর্তি রকমারি বর্ণ নিয়ে
আমার সামান্য আবাসে পৌঁছে যাও।
এস আমরা ব্যক্তিগত অপার হোলিতে
মেতে উঠি, আবীর দিয়ে সব দ্বিধা ধুয়ে
মিশ্রণবিহীন রঙ হয়ে পরস্পরের
একদম ভেতরে ঢুকে যাই।
অবশেষে লৌকিক পরবের অবকাশে
প্রগাঢ় রঙের মধ্যে ঘটে যাক
অদ্যাবধি কুন্ঠায় স্থগিত কাম্য মিলন।
Subscribe
Login
0 Comments
Oldest