মৃত প্রাণী
আমি মৃত প্রাণীকে দেখেছি জীবৃত হতে
নেহাৎ কবিতার অন্তরালে।
অসম্ভব যন্তণা এ বুকে
কালকুটের অতল গহ্বরে।
দারুন দারুন ভীষণ সুন্দর পরাজয়
যে পরাজয়ে অন্যকে খুশি করার চেয়ে আর কি শ্রেষ্ঠ দুর্লভ কিছু থেকে থাকতে পারে!
আমি দেখলাম একটি প্রাণীকে মৃত হতে
হয়তো বুঝি লাইনের বিপরীতে ট্রামলাইন
নচেৎ হার না মানা বিভীষিকার মন!
আমরা যারা সমুদ্রের জলরাশিকে জাগিয়ে তুলেছি হৃদয়ে :
তারা ঝরে পড়ে ও অমলিন শাদা হেমন্তের আগুনের পরশে।
বুঝিও তাঁরে এক আলোকবর্ষ সমালোচনা দিয়ে
যদিও শূন্যস্থান পূরণের জায়গা রচিত ছিল না
তবুও ভালোবাসা ফাগুনের সতেজ ফুলে জন্মে।
এক যুগ পর আমি দেখিলাম একটি প্রাণীকে জীবৃত হতে , নিদারুণ মৃত্যুর যন্তনা থেকে ।
জানিলাম আমি হয়তো আবেগের বশে
পথের কুচো কুচো কালো পাথরের অতীত খানি।
কখনো ছোঁয়ার বাইরে একের ভিতর একের সারি
মৃত্যুর পথের হলদে শাড়ি।