মেঘ ও পাখির কথা
মেঘ পাখিরে বললো সেদিন,
তুমি কি হবে আমার সাথে সীমান্তে বিলীন?
পাখি বললো, তা যদি হতে পারতাম,
নিশ্চিন্তেই থাকতাম,
স্বপ্নের সেই দেশে উড়ে বেড়াতাম।
যেখানে থাকতো না কোনো মায়া,
থাকতো না কোনো ছায়া-
থাকতো শুধু সৃষ্টির অঙ্গীকার।
স্বপ্ন দেখতাম ,শুধু বাঁচার জন্য—–
স্বপ্ন দেখতাম ,শুধু ভালোবাসার জন্য,
আর কুহেলিকা হয়ে ঘুরে বেড়াতাম।
মায়াবী সব বেড়াজাল কাটিয়ে–
ছন্দ-সুরে-তালে নিশ্চিন্তেই দিন কাটাতাম।
মেঘ তখন কৌতুহলী হয়ে জিগ্যেস করলো—-
তুমি স্বপ্ন দেখো কিসের জন্য?
মুচকি হেসে পাখি বললো—-
স্বপ্ন দেখি ,শুধু স্বপ্নের জন্য।
Subscribe
Login
0 Comments
Oldest