মেয়েরা নামক অহংকার
হে অহংকারী মেয়ে
তোমার কিসের এতো ভাব ?
মিষ্টি সুধায় পান করে
সবাই ফেলে দেয় ডাব ।
কথায় কথায় তুমি
এতো রাগ দেখাও কেন ?
পৃথিবীতে মেয়ে মানুষ
তুমি একাই যেন !
গোপনে তার সাথে
কিসের এতো কথা ?
শত ব্যথার পরেও যে
দেয় তোমায় ব্যথা ।
তোমার এটা,তোমার সেটা
যেন পৃথিবীটাই তোমার ।
তোমার আছে সকল জোড়
যেন রাসায়নিক বোমার !
বিশের থেকে বাইশে গেলেই
হয়ে পড় বুড়ি ।
ভাব দেখাও নাটাই তোমার
আমরা সবাই ঘুড়ি।
দশ বারটা প্রেমের পড়েও
বল তুমি একা।
সব প্রেমই ‘প্রথম’ বল
যেন একবারেই নেকা ।
বিয়ের আগে ছেলে ঘুড়াও
বিয়ের পরে সাধু ।
স্বামী পেয়ে,প্রেমিক ভুলে
লাউকে বল কদু ।
লিখতে গেলে শেষ হবে না
তোমার গুণের কাব্য ।
মেয়েনামা কেউ বুঝে না
তাই,শেষ পাতায়ও দ্রষ্টব্য ।