মেয়েরা নামক অহংকার

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হে অহংকারী মেয়ে
তোমার কিসের এতো ভাব ?
মিষ্টি সুধায় পান করে
সবাই ফেলে দেয় ডাব ।
কথায় কথায় তুমি
এতো রাগ দেখাও কেন ?
পৃথিবীতে মেয়ে মানুষ
তুমি একাই যেন !
গোপনে তার সাথে
কিসের এতো কথা ?
শত ব্যথার পরেও যে
দেয় তোমায় ব্যথা ।
তোমার এটা,তোমার সেটা
যেন পৃথিবীটাই তোমার ।
তোমার আছে সকল জোড়
যেন রাসায়নিক বোমার !
বিশের থেকে বাইশে গেলেই
হয়ে পড় বুড়ি ।
ভাব দেখাও নাটাই তোমার
আমরা সবাই ঘুড়ি।
দশ বারটা প্রেমের পড়েও
বল তুমি একা।
সব প্রেমই ‘প্রথম’ বল
যেন একবারেই নেকা ।
বিয়ের আগে ছেলে ঘুড়াও
বিয়ের পরে সাধু ।
স্বামী পেয়ে,প্রেমিক ভুলে
লাউকে বল কদু ।
লিখতে গেলে শেষ হবে না
তোমার গুণের কাব্য ।
মেয়েনামা কেউ বুঝে না
তাই,শেষ পাতায়ও দ্রষ্টব্য ।

0

Publication author

0
নামঃ-মোঃশামছুউদ্দিন বাচ্চু পিতাঃ-মোঃ নুরুলইসলাম হাং মাতাঃ-রোকেয়া বেগম হাং জন্মগ্রহণ:-বালুরচর ৭নং ওয়ার্ড, কালমা ইউনিয়ন, থানা:-লালমোহন জেলা:-ভোলা
Comments: 0Publics: 23Registration: 24-01-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।