মোবাইল
এটা কথা বলে, –এটা কাঁদাতে হাসাতে জানে
হঠাত্ মৃত্যু ডেকে নিয়ে আসে কানজোড়া হেডফোনে,
কিছু শিক্ষাতে কাজে আসে—–
জ্ঞান ভান্ডার পূর্ণ তো করে মানুষেও ভালোবাসে,
এটা প্রতিচ্ছবি করে নেয় আর প্রতিলিপি অক্ষরে
কথাতেই কিছু কাজ হয়ে যায় আজগুবি মন্তরে;
এটা সঞ্চয়-ব্যয় দুইটাই করে এক আঙুলের চাপে,
অজানা তথ্য সহজেই আনে, দেখে খালি বুক কাঁপে
প্রমাণ দিয়েই অভিযোগ করে যেন কোন অধিকারী ?
হার্টে রোগ দেয় ,মাথা ব্যথা হয় বাচ্চারও হাতেখড়ি ।।
অমিত রায়
Subscribe
Login
0 Comments
Oldest