ম্যাজিক-লন্ঠন
ছোট্টবেলার ম্যাজিক-লন্ঠনখানি
কেমন সুন্দর জ্বলে উঠেছে!
মনের রঙিন কাগজসাটা সলতেখানি
তোমার হাতের ছোঁয়াতে।
আগলে রেখে বসে থাকি আমি,
কত রঙিন আলো ছড়ায়,
রাতের গম্ভীর আঁধারখানি
ম্যাজিক-লন্ঠনের আলোয় ভরায়।
ম্যাজিক-লন্ঠন হাতে দুলিয়ে, দুলিয়ে
চলে যাই রাত পার করে।
তুমি একদিন বলেছিলে আমাকে
দিনের স্বপ্ন, দেখব দুজনে।
ওখানে দাঁড়িয়ে থাকব আমি,
দেখা হবে ম্যাজিক-লন্ঠন বুজলে।
দেখেছি তোমায়, শেষ দেখা খানি
ভুলি আমি, তোমাকে কি করে?
আঁধারে মানিক তুমিই সাজাতে পারো,
তবু যদি বলে যেতে, “ভাল আছি”।
পারব’কি যেতে এতটা পথ?
ম্যাজিক-লন্ঠন নিভিয়ে ফেলি আমি!
আঁধারে মানিক, তুমিই সাজাতে পারো
আমি যে তোমাকে শুধু চিনি।
রঙিন কাগজ যত চাও দেব,
সলতেখানি জ্বালাবে যে তুমি।
আমার ছোট্টবেলার, ম্যাজিক-লন্ঠন
জ্বলে থাক’না একভাবে,
তবে’তো পথ দেখাবে ম্যাজিক লন্ঠন,
এ পথের শেষ দেখব তবে।
জানি, আমার ম্যাজিক-লন্ঠনকে
সে উদ্দেশ্যে রেখে গেছো তুমি।
আমার যে এখন বলতে ইচ্ছে করে
ও’গো প্রিয়তমা, ‘আমি ভাল আছি’।