যবনিকা প্রস্থান
তোমার তরে মনরক্ষার কোনো দাবি জানাইনি ,
করিনি ভালোবাসার কোনো নিশ্চুপ আর্তনাদ।
জ্যোৎস্নাস্নাত রাতে অব্যক্ত রেখেছি ,
চাঁদের আলো গায়ে মাখবার সাধ।।
মৃদু-সমীরনে কোনো বিজ্ঞাপণে কখনো ছাপাইনিত
কল্ললিত তোমার কেশবিন্যাসে নিঃশেষ ,
নিখোঁজ সংবাদে কখনো খুঁজে ফিরিনিতো
শহরতলির প্রতিটি গলি,রাষ্ট্র কিংবা মহাদেশ।।
নিমন্ত্রণ অভ্যর্থনায় ডাকবক্সে ফেলিনিতো চিঠি,
হরদম করিনি তোমার কথাকলির খোঁজ,
পথপানে চেয়ে ছুটির দরখাস্ত করিনিতো
প্রতু্ষে রইনিতো তোমার দর্শনের প্রত্যাশায় রোজ।।
শিলালিপি ক্ষয়ে তোমার নাম লিখনের প্রস্তাব পাঠাইনিত ,
অক্ষিপল্লবে কাজলরেখায় মনগহীনে নিজেকে হারিয়ে খুঁজিনিতো।
ভালোবাসার শুষ্ক মরুভূমে মরীচীকার শুষ্ক হাতছানি,
চোরাবালির ঘূর্ণিপাকে আমার তোমার পুরোটাই আহ্বান।
অদৃষ্টের রোষানলে জীবনখাতার ভিন্ন পাতাতেই হয় যদি অবস্থান ,
পারম্ভেই ফিরিয়ে দিও বিরহপালকে নয় যবনিকা প্রস্থান।।
Subscribe
Login
0 Comments
Oldest