যেমন তুমি আছ অনুভবে
ঘাসে, ঘাসে সবুজ ভরেছে,
লুকিয়ে থাকে, সবুজ-এ-সবুজ মিলিয়ে।
কখনও বোঝা কি যায় তাকে,
ঘাসফড়িং কোথায় লুকিয়ে আছে?
কখনও বা শুধু বোঝা যায়,
দিন শেষ হলে, কোনও নিঃঝুম বিকেলে।
জানান দেয়, একটানা আজয়াজে যখন,
ঝিঝি রব তুলে ঘাসফড়িং ডেকে চলে।
দেখা যায় না, কিন্তূ নিশ্চিত ভাবে,
সবুজের মাঝে, ঘাসফড়িং মিশে আছে।
যেমন তুমি আছ অনুভবে,
কি আসে যায়,সবুজ, লাল, হলুদ, কমলা রঙে।
Subscribe
Login
0 Comments
Oldest