প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যৌতুক নামের নিষ্ঠুর ব্যাধি
মোরা করি পরিহার,
সমাজের ঐ অবালার প্রতি
আর নয় অবিচার৷

অনেক শান্তির প্রণাম করে
পাঠায় স্বামীর গৃহে,
দম্পতি তার হারায় সংসার
অর্থ লোভেরই দাহে৷

সুন্দর এই সংসার পরে
দারে আসে কোন সুখ,
যৌতুক নামের কৌতুক ঘিরে
সংসারে নামে দুঃখ৷

গরীব বাবা কন্যার তব
যদি কিছু থাকে ভিটে,
অর্থের খড়ায় হয় নিসম্বল
দানীতে স্বামীর চটে৷

অবশেষে তার কন্যার তরে
পৈতৃক দেয় বিলে,
তবুও লোভ নাহি যায়
মিছে সুখ দেয় ঠেলে৷

জোয়ারের ন্যায় নিষ্পাপ বধু,
চোখ ফেটে জল ফেলে
লাঞ্ছনা আর অপমান লয়ে
মরে শেষে তিলে তিলে৷

0

Publication author

0
সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক বেশ কয়েকটি পত্রিকার নিয়মিত লেখক এবং অনলাইনে প্রকাশিত জাতীয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি পত্রিকার লেখক হিসেবে কাজ করছেন।প্রকাশিত বই হৃদয়ে কবিতা,হাদিসের বাগান,সহজ আরবি শিক্ষা ইত্যাদি ।
Comments: 2Publics: 6Registration: 11-09-2023
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।