রক্ত..
গাঢ় লাল টকটকে এক তরল
শতশত যুদ্ধের সে সাক্ষী,
তার আধিপত্য বিস্তারের কাহিনী
বড়ই বিচিত্র..!
জমির টানেই শতশত ফোঁটা
মানুষ বিলিয়েছে জমিতে..
কোথাও ধূসর ধূলো রেঙেছে তার রঙে,
কোথাও সবুজ ঘাসের উপর হয়েছে লাল বৃষ্টি
হাজার হাজার ইতিহাস তার সাক্ষী..
আমরা .. এই আমরা..
জাতি, ধর্ম, বর্ন ভেদে করেছি তাকে অন্য।
আসলেই কি সে অন্য…!
যেখানে সমগ্ৰ মানবজাতির শিরা উপশিরায়
তীরের বেগে বয়ে চলে এই রং…
তবুও আমরা যুগ যুগ ধরে ঝড়িয়েছি তাকে।
অধিকারের লোভে , সম্পত্তির লোভে
একে অন্যের দেহ থেকে,
সেইসব লালরাঙা ইতিহাস লেখা স্বর্নাক্ষরে..
আমরা এই আমরা, সেই ইতিহাস পড়ি গর্বের সঙ্গে
ছিঃ লজ্জা , লজ্জায় মাথা নিচু হয়না কী..?
লাল রঙের খেলা বর্তমানে নেশায় পরিনত হয়েছে!
কে কার আগে সেই রং মাখবে কপালে,
বিজয় তিলকের মত…
ধর্মের নামে, জাতির নামে , প্রতিহিংসার নামে..
নিত্যদিন এমন সুন্দর রং কুলষিত হচ্ছে
কেউ কী করে এর প্রতিবাদ..!
করে না, আগেও করেনি এখন ও করেনা..
হাততালি দিয়ে চেয়ে দেখে ভয়াবহ লাল খেলা
এভাবে কতদিন..!
ইতিহাস বদলা নেয়…আর নেবেও..!
জমিতে যত ফোঁটা ঝড়ে সে তার হিসাব রাখে
একটি ফোঁটাও মুছে যায় না ,
যে গন্ধে মানুষ পাগল ..!
সেই গন্ধই একদিন মানুষের গলা টিপে ধরবে।
ঠিকরে বেরিয়ে আসবে চোখ..
এই রক্তই সেদিন শূন্য হবে মুখে..
শিরা উপশিরা সেদিন ক্লান্ত হয়ে শিথিল হবে,
এই দেহ হবে অষাঢ়..
সেদিন মানুষ ছুটতে থাকবে তার অস্তিত্ব বাঁচাতে,
কিন্তু, সেদিন সব পথ বন্ধ হয়ে যাবে..
তখন মানুষ তুমি কী করবে.?
#মন_সায়রের_পাড়ে