রক্তভেজা সার্ট
রক্তভেজা সার্ট
হাকিকুর রহমান
রক্তভেজা সার্টটাকে সরায়ে রাখেনি মা,
অন্যত্র-
খাঁটের পাশেই ঝোলানো রয়েছে,
সকাল-দুপুর-সন্ধ্যা-রাতে
মনে করিয়ে দেয় তার উপস্থিতি
ওই দাওয়ায়।
বন্ধুরা রণাঙ্গন থেকে ওই একটাই শেষ স্মৃতি
ফিরিয়ে এনেছিলো-
বাকি আর কিছুই আনতে পারেনি।
শত্রুর গোলায়, গ্রেনেডের আক্রমনে
সমস্ত শরীরটা হয়ে গিয়েছিলো, ছিন্ন-বিচ্ছিন্ন-
ছিলোনা কিছুই অবশিষ্ট।
সে এক অবধারিত মৃত্যু, যাতে কোন শোক নেই-
যাতে আছে দেশ মাতৃকার প্রতি গভীর ভালোবাসার
প্রকাশ। যা, রয়ে যাবে অনন্তকাল ধরে।
তাই মা, কখনও সরালোনা ওটাকে-
চোখ বুজে অনুভব করে, পরাণের ধন
সন্তানের উপস্থিতি,
যার স্মৃতি কখনই ভোলার নয়।
সে যে এদেশের সূর্যসন্তান,
সে যে মৃত্যুহীন প্রাণ।