রক্ত বৃষ্টি
রক্ত বৃষ্টি
-ভাস্কর পাল
রক্ত ঝরছে – রক্ত ঝরছে
ঘন কালো মেঘ গর্জে উঠেছে,
চারিদিকে বাজে কাঁসর – ঘন্টা
লাল রক্তের বৃষ্টি নেমেছে।
নদী নালা সব টলোমলো
জলের বর্ণ রক্তিম সাজিছে,
আকাশ সজ্জিত লোহিত মেঘে
জলতরঙ্গ কানে বাজে।
থমকে উঠেছে চারপাশ
রক্ত বৃষ্টি করছে নাশ!
আর্তনাদের ডাক শোনা যায়
বিশ্ব মেতেছে ধ্বংসে আজ।
নারী শরীর হচ্ছে নাশ
রক্তে ভিজেছে দেহের সাজ,
সেই রক্ত মাটিতে মিশে
দূষিত আজ বঙ্গ দেশ।
রক্ত বৃষ্টি থামছে না হে
থামছে না তার তেজ
তীব্র মেঘের বৃষ্টি আজ
ধ্বংস করছে দেশ।
Subscribe
Login
0 Comments
Oldest