রঙে, রঙে মিলে যাক
যাই, যাই ক’রো না’গো,
থেকো, আরও কিছুক্ষণ।
ফাগুনে, ফুল ফুটলো’তো,
রঙে, রঙে মিলে যাক।
মনে, যে ধরেছে রঙ,
তাকে তুমি চেনো ?
মিলনে যে, কত সুখ,
ও’ফুল, তুমি জেনো।
Subscribe
Login
0 Comments
Oldest