রবি প্রণাম
প্রণাম তোমায় রবি ঠাকুর
জন্মদিনের শ্রদ্ধা নিও
বিশ্বকবি তুমি মোদের
অনেক আপন অনেক প্রিয়।
কেমন করে গাও হে কবি
মুগ্ধ হয়ে শুনি
মনে মনে ভাবি তুমি
এত কেন গুণী।
লেখার চেষ্টা করতে গিয়ে
কলম আমার যায় ভেঙে যায়
সারাক্ষণ ভেবেও হায়
পাইনা যে উপায়।
তোমার লেখা মুক্ত হয়ে
ঝর্নার মতো ঝরে
শত বছর আগেও যেমন
শত বছর পরেও
একি ভাবে গেঁথে আছে
আমাদের অন্তরে।
একবার নয় বারবার তুমি
জন্ম নিয়ে এসো
এই বাংলার বুকে
জন্ম নিয়ে এসো
বারবার তুমি এসে
মোদের ভালোবেসো।।।
Subscribe
Login
0 Comments
Oldest