রাত হয়না ভোর
রাত আমার হয়না ভোর –
ঘুমানোর পূর্বক্ষণে যদি মুখখানা না দেখি তোর!
কি হয়েছিলো তোর গতরাতে, আসিস-নি দিতে দেখা
ঘুম আসেনি, বুকের মাঝে বয়ে গিয়েছে ঝড় মোখা।
বেদনারা মেরে-মেরে কিক-
ঘুরিয়েছে আমায় চৌকির এদিক-ওদিক!
লঙ্কাবাটা লাগিয়ে চোখে ঝরিয়েছে জল
নগ্ন গায়ে পল্লীবালা চেপেছে বুঝি চোখের কল।
Subscribe
Login
0 Comments
Oldest