রাস্তার ছেলে
ভোরের নিস্তব্ধতায় হঠাৎ চোখে পড়লো
পথচারী বাচ্চারা বসে আছে নিরালায়।
আমি কাছে ঘেঁষতেই বলে উঠে,
ও স্যার,আপনে কি পাগল নাকি?
কেন,কাছে আসতে নেই বুঝি?
স্যার,আমরা হইলাম অচ্ছুৎ আবর্জ,
গাঁয়ে গন্ধ বইলা ঘেঁষে না কেউ
পাশে বসে না কেউ।
এ-ই ছেলে তোর গ্রামে ঘর নেই?
স্যার যে কি কয়!
যেখানে হয় পেট ভারী,
সেখানেই হয় আমাগো বাড়ি।
তোর বাবা-মা কোথায় থাকে?
স্যারগো,মা মরল জন্ম দিয়া
বাপেরে আমার না চিনাইয়া।
কোনো কাজ করছিস?
পলিথিন কুড়াই,বোতল কুড়াই
এগুলান বেইচা পরান জুড়াই।
রাস্তার ছেলে বইলা, সস্তা আমাগো জীবন,
খাদ্য, বস্র আর বাসস্থানের অভাবে
জরাইয়া পড়ি খারাপ স্বভাবে।
ভালো ভাবে বাচ্চার চেষ্টা করেছিস?
হো স্যার, কাজ করতে চাইলে কয় চোরা
পায়ে ধরলে লাঠির বারি মারে জোড়া জোড়া,
আমগো দুঃখ না আর ফুরা।
রাস্তায় আমগো জম্ম,
রাস্তায় আমগো কর্ম
রাস্তার ছেলে বইলা না-ই কোনো ধর্ম।
কে বলেছে,তুচ্ছ তুই, মন্দ তুই
ধর্মবিহীন জন্ম তুই?
রক্তে মাংসে গড়া তুই ও হতে পারিস,
সৃষ্টিকর্তার একজন সেরা।
অবশেষে কোমল দুটি ঠোঁটে,
হাসি খানি ফুটে।
সালমা