রুগ্ন পুরুষ – নগ্ন সমাজ – অসীম চক্রবর্ত্তী
তোরাকি ভাবিস তোদেরই আছে নারীর চেয়ে শক্তি?
আসেনা মোটেই নারীর প্রতি শুদ্ধ মনের ভক্তি?
অনুভব তোর অহংকারই আনে কি ঐ ব্যক্তিত্ব?
সুযোগ পেলেই ঝাঁপিয়ে ফেলেই নারীকে করিস রক্তাক্ত।
ধরণীর এই সব জীবন খেলায়, তোদের কিসের এত মান?
ভুলেই যাসরে সদাইরে তোরা নারীর আত্মসম্মান?
শৃঙ্খল এইসব সমাজে তোদের কিসের এত সাহস?
নারী দেখলে লোভিত তোদের অঙ্গ হয় স-রস।
সমাজবদ্ধ জীবনে তোদের কিসের এত লালসা?
ভীষণ অভাব নারীর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা?
সুন্দর মোদের শান্ত ধরায় তোদের শরীর কেন গরম?
সম্বরণ যে পারিস না মোটেও চাহিদা শরীর নরম।
সভ্য এমন সমাজে তোদের লজ্জা কবে যে হবে?
কু-দৃষ্টি তোর মেয়ের প্রতিও ভাবতে অবাক লাগে!
ভাবিস কি তুই একাই আজকে মস্ত বড় ধীমান?
লালসা মিটিয়ে রক্ত ঝরিয়ে হচ্ছে নিজের সুনাম।
নারীর ভরসা পুরুষই হয়, সঙ্গী ও সমব্যথী
কারো যে মা কারোবা মেয়ে সবাই তো তোর সাথী।
দিকে দিকে তাই সোচ্চার হও নারীকে কর যুক্ত।
ভঙ্গুর ওরা ভেঙ্গে দাও ও সমাজকে করো মুক্ত।।