লজ্জা ঢাকতে
লজ্জা ঢাকতে
“”””””””””
কবি সোম
রক্ত মাখা কাপড়ে জড়ানো
কি যেন পড়ে ছিল ডাষ্টবিনে।
কুকুরের দল শুঁকে শুঁকে
খাদ্য ভেবে কাছে নিলো টেনে।
এটুখানি খাবারে একদল কুকুরে,
টানা হ্যাঁচড়া চলছিল বারেবারে।
চিৎকার করে কেঁদে ওঠে একটা ছোট্ট শিশু,
ও শিশুর কন্ঠ শোনা গেল ঐ রক্ত মাখা কাপড়ে।
চলতি পথের লোকজন থমকে দাঁড়ায়,
হকচকিয়ে একটু এসে কাছে।
হঠাৎ চিৎকারে বলে ওঠে,
ওরে….বেঁচে আছে, বেঁচে আছে।
তাড়া তাড়া কুকুর গুলো,
ছিনিয়ে নেরে বাচ্চাটাকে!
এ সমাজ পঁচে গেছে, কে দেবে সাজা,
ঐ শিশুর কাম পিপাসু অবৈধ বাবা মাকে।
তাদের পাপের প্রেম হয়তো গেছে টিকে,
আজও কামে লিপ্ত হয় প্রতিটি রাতে।
এ সদ্যোজাত শিশু ফেলে গেছে,
কেবল কুমারী মায়ের লজ্জা ঢাকতে।
কুকুরের আর দোষ কী বলো,
খিদের জ্বালায় খুঁজেছে খাবার।
কামের জ্বালা মিটেছে তো? বাকি আর কি?
শুধু অপেক্ষা, পৃথিবীটা শেষ হবার !!!