ললাট লিখন
ললাট লিখন
হাকিকুর রহমান
তিলক দিলে কি ললাটে ছাপিয়া
গাহিলে স্তব নিশীথ যাপিয়া,
তবে কেন হে, দিবাকর জাগিবার আগেই
আগুয়ান প্রাতে, রণেতে ভঙ্গ দাও-
বনমালী আসি সাধিয়া বসিলো
যতো ব্যথা আছে হৃদয়ে পশিলো
তবে কেন হে, অর্ধফোটা শতদল হাতে
পূর্ণিমা রাতে, তিমির পানেতে চাও।।
কুহকিনী জাগে নিশীথ ব্যাপিয়া
ছায়াঘণ পথে কি বর মাগিয়া
তবে কেন হে, পূর্ণ শশীরে
নিজেরে করিতে, দ্বিধাতে জড়ায়ে যাও।।
অজানার পথে বেপথু বাহিয়া
চির চেনা সুরে আবারো গাহিয়া
তবে কেন হে, গোপিনীর ছলে
নিছক মায়াতে, নিজেরে বাঁধিয়া নাও।।
Subscribe
Login
0 Comments
Oldest