শান্তির জন্য প্রার্থনা
আমরা শান্তি চাই
আমরা ভারতের অধিকার বঞ্চিত নির্যাতিত কৃষক জনতা
আমরা অধিকার চাই,
শান্তি চাই,শান্তি।
আমরা উইঘুরের নির্যাতিত মুসলিম সম্প্রদায়
আমরা নির্যাতন থেকে মুক্তি চাই, বাঁচতে চাই
শান্তি চাই, শান্তি।
আমরা কৃষ্ণাঙ্গ বর্ণবাদের বিরুদ্ধে লড়তে চাই
আমরা মানুষ হিসেবে অধিকার চাই,
শান্তি চাই,শান্তি।
আমরা কাশ্মীরের নিরীহ জনগণ
যুদ্ধ নয়,শান্তি চাই, শান্তি।
পূর্ণিমার রাতে জোনাকির ছুটে চলার মতো শান্তি।
বৃক্ষের শাখে বসে পাখির গান গাওয়ার মতো শান্তি।
আমরা মিয়ানমার রাষ্ট্রের আমজনতা
আমরা জান্তা সরকারের হাত থেকে বাঁচতে চাই,
শান্তি চাই,শান্তি।
আমরা ফিলিস্তিনের ধর্ষিতা মা ও বোন
আমরা শান্তি চাই, শান্তি।
সকল কিছুর বিনিময়ে আজ, শান্তি চাই, শান্তি ।
রচনাকালঃ
২৫/১২/২০২১