শান্তির নীড়
শান্তির নীড়
হাকিকুর রহমান
বাজাও তব মোহন বাঁশি
বসে যমুনার তীরে,
আমি চাই যেতে সেথা
আঁখি পল্লব ঘিরে।
ওহে উদাসীন, তুমিও কি আজ
বাঁধ সাধিলে সেথায়,
আমি নিমগ্ন, উচকিত মনে
বাঁধা পড়েছি যেন কোথায়।
রূপোর নূপুর বাজায়ে চলিছে
কাহার গৃহবধূ ওই,
রাখাল, তুমি কি চাহিয়া রয়েছো
তব সুর গেলো কই।
সাঁঝের আঁধার নামিয়া এলো যে
জ্বালাও পিদিম তব গেহে,
সেথায় বাঁধিনু শান্তির নীড়
চিত্ত ভরে থাক শত স্নেহে।
Subscribe
Login
0 Comments
Oldest