শীতল রাত – শুভ্র পাল
শীতল রাত
শুভ্র পাল
অন্ধকারে ঝম ঝমে রাত, পথ কুয়াশায় ঢাকা
চাঁদের আলো চুপসে গিয়ে, স্তব্ধ হাওয়া ফাঁকা ।
ঝিঁঝিঁ পোকার শব্দ যেন, নিরন্তর বাজে কানে
একা পথে হেঁটে চলার ভয়, উদয় হয় মনে।
বাড়িতে আসার আশা জাগে, সন্ধ্যা বাতির সাথে
কাজের শেষে ছুটে পালানোর, চিন্তা আবেগে কাঁদে
রাস্তার তীব্র শীতল বাতাস, যখন যায় শরীরে ছুঁয়ে
শিউরে উঠে গায়ের চামড়া, কুঁচকে যাবার ভয়ে।
ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে, একা থাকলে বসে
কাটানো সময় শীতল রাতে, ঠাকুমার গল্প হেসে।
শীতের সকালে সূর্যের আলো, যখন দেখি বিছানায় শুয়ে
আশ্বাস জাগে কাজের প্রতি, হেসে উঠি লাফিয়ে।