শুকনো পাতা
রোদ ঝলমলে এক উষ্ণ দিনে
হাঁটছি যখন পথের ধার দিয়ে
হঠাৎ করে একটি শুকনো পাতা
পড়ল আমার ডান পায়ের পরে।
তুলতে গিয়ে সে এগিয়ে চলে
ধরতে পারি না তবু তারে,
যেতে যেতে এক গভীর বনে
পথ খুঁজে পায় না আমি অনেক খুঁজে।
চারিদিকে সব বিষাক্ত জন্তু জানোয়ারেরা
এগিয়ে আসছে ঠিক আমার দিকে
পালাতে পারিনা আমি ক্লান্ত বলে
পায়না আমি উপায় খুঁজে!
বনের সব শুকনো পাতা
ঢেকে ফেলে আমাকে
জন্তু জানোয়ারেরা সব চলে গেলে
উঠি আমি তখন সোজা হয়ে।
শুকনো পাতা সব বলে দেয় আমাকে
সাবধান না হলে পারে
পরতে পারো মৃত্যুর মুখে,
তখন আমি বাড়ি এসে
চোখ চলে যায় নদীর তীরে
দেখি একটি শুকনো পাতা
ভেসে যায় স্রোতে মনের আনন্দে
এপার থেকে ওপারে।।
০৯/০৭/২০২০