শেষ কথা – পার্থ বসু
না বুঝিনি সেদিনই দুজনার সেই
বলা কথা গুলি শেষ কথা হবে,,
তখনও বসন্ত আসেনি হেমন্তের
কোন এক বিকালে সেই যেন কবে।
হয়তো তার আজ আর মনে নেই,
কি লাভ রেখে মনে বলো অযথা,,
আমি যে পারিনি আজও ভুলে যেতে
ঐ দুজনার বলা সেই শেষ কথা।
সে ধুধু ফাঁকা মাঠে ঐ নীল আকাশে
তাল গাছ গুলি রয় মিলে মিশে,,
কাটা ধান ক্ষেতে যেন শূন্যতা ভাসে,,
সেথা তারুছায়া তলে দুজনে যে বসে।
কথোপকথনে সময় যে পেরোলে,
দুপুর গড়িয়ে কখন সন্ধ্যা আসিল,,
গোধূলি আকাশ মৃদু মৃদু বাতাস
সে বাতাস যেন ছুঁয়ে গেল মোর প্রাণে,,
আমি সেই ক্ষণে মন আনমনে
রহিলাম চেয়ে শুধু তাহারি যে পানে।
তার সে বলা শেষ কথা গুলো
আজও কেন যেন বাজে মোর কানে।।