সংকল্প
আমাদের সংকল্প করা হয়নি এখনো
রাতের তারা জ্বলে আজো
মরণ সমাধি ক্ষেতে
তুমি আছো , তবুও নাই কিছু
যাই দিন যাই রাত্র নীরবে হেসে
বলোনি কথা মিষ্টি হেসে।
কি ছিল ভালোবাসা কি নয় বেশি
আমার না পাওয়া জুড়ে তা হয়তো বেশি
এই না পাওয়া একদিন সমস্ত কিছু জিতবে
সবার অজান্তে ;
পৃথিবী থেকে বহুদুরে যাবো একদিন
আমার না থাকা জুড়ে রয়ে যাবে বহুকিছু
যা পেয়ে ছিলাম আমি তা বহু মূল্যবান
আজকের সমাজের কাছে ।
বুক জুড়ে বিরহ নামে
স্মৃতি বড় কাঁদাই চোখ
কেউ ছিলনা ভালোবেসে
এটুকুও বড় সুখ ।
Subscribe
Login
0 Comments
Oldest