সত্য মিথ্যা একাকী জীবন
আমার মায়ের আঁচল পেতে দেখি কত স্বপ্ন
বৃথা সবি হাসি-ঠাট্টা
দেনার দায়ে আমার ঘর শুধু বন্ধ।
চোখের কোণায় কালি জমে
কাজল লতা তবুও থাকে পূর্ণ।
সমুদ্রের জলে নাকি বালি আছে
সূর্য তবুও কেন উষ্ণ?
আমার দেশে ক্ষয়ের চিহ্ন
তোমাদের ঘর তবুও অন্নে পূর্ণ
সূর্য নাকি গ্রহণে মরে
মানুষ জানি না কিসে থাকে অন্ধ !!
আমার মায়ের পা ছুঁয়ে লিখি কত স্বপ্ন ;
আমি সত্য কখনো পেতে চাইনি
কিন্তু কিছু যদি মিথ্যাও পেতাম
তবুও কোনো ক্ষতি ছিল না
বলতাম তোমাদের সকল কথা
এ অবেলার রোদ্দুরে ,
আমার কলমের তবুও আছে প্রচুর ক্ষমতা
যার লাভ-ক্ষতির বিচার আমি করিনা।
হেমন্তের কোনো এক মিষ্টি রাত্রিরে
আমি আর রহিবো না তোমাদের মাঝে
কত স্বপ্ন ছিল লেখা
নীল ডায়েরির পাতায় পাতায়
হলুদ বসন্তের রাতের নেশায়।
জানি না কেন সব এলোমেলো হয়ে গেল !
আমার চোখ বারুদের বৃক্ষ
যুদ্ধের রাইফেলে ধ্বংস হয়ে গেল
আমার দেশের সকল মানচিত্র ,
আমি নিভৃতে একাকী নির্জনে।।