সন্ধ্যা রাতের তারা হয়ে জ্বলছি
আমি আজ খুব দূর
সন্ধ্যা রাতের তারা হয়ে জ্বলছি
অনন্ত কাল।
হাতের কাছে যে মানুষটি ছিল
তাঁকে দূরে সরিয়ে দিয়েছি
নিদারুণ অপমান দিয়ে
জল ঝরে চোখ থেকে
সাগরের নোনা বালির ক্ষত স্থানের মতো।
কখনো চাঁদের হাসি
বাতাস ছুঁয়ে চৌকাঠ পেরিয়ে
মৃত কিছু জীর্ণ প্রহরে
দেখা যায় চোখের নিমেষে
বেদনার সমান্তরালে
অতীত গলির চোরা মনে।
Subscribe
Login
0 Comments
Oldest