সবকিছুই সম্ভব – অর্ঘ্যদীপ চক্রবর্তী
‘হয় না’ বলে কিছু হয় না
সবকিছুই হয়,
অর্থাৎ, সবকিছুই সম্ভব।
সমস্যা থাকলে তার সমাধানও থাকে।
সমস্যা আছে অথচ সমাধান নেই
এমন সমস্যা এই দুনিয়াতে নেই।
সমস্যা যতই কঠিন হোক তার সমাধান আছেই,
সেই সমাধান কখনও তাড়াতাড়ি পাওয়া যায়
আবার কখনও দেরীতে।
যেমন শয়তানের অস্তিত্ব আছে
তেমন ঈশ্বরের অস্তিত্ব আছে।
যেমন রাত আছে
তেমন দিন আছে।
যেমন মিথ্যা আছে
তেমন সত্য আছে।
তাই তো বলা যায়
যেমন সমস্যা আছে
তেমন সমাধান আছে।
তাই কোনোকিছুই অসম্ভব নয় সবকিছুই সম্ভব।
Subscribe
Login
0 Comments
Oldest