সমতল চকচকে প্রেক্ষাপট হাসে খিলখিল
সমতল চকচকে প্রেক্ষাপট হাসে খিলখিল……….
এঁকেছি বিচিত্র ছবি, সভ্যতা, মহা মিছিল……
এঁকেছি মহাকাশ অবকাশ পৃথিবীর খালবিল….
স্বপ্ন মলিন আমার জেসমিন , খুশি অনাবিল….
একদিন ভাগ্যের সময়ের চাকা ছুঁড়েছে ঢিল,
হয়ে গেছি আজ তাই সবার কাছে বাতিল…..
এখন ভেঙে হয়েছি খসখসে, চৌচির….
সব বিলিয়ে হয়েছি ফকির…..
এখন ঝাপসা ছবি আঁকি খসখসে ফাটা কাঁচে…
আমার সন্তানেরা সব দুধে ভাতে আছে…..
আজ অসহায় পথ পানে চায় আমার নয়ন
তোমরা দেখছো ছবি আকছ স্বপ্ন ফেনিল ।
Subscribe
Login
0 Comments
Oldest