সময়ের অনুগত দাস
রাত্তিরের কোলে
চন্দ্রালোক দোলে,
কোন সে ভবঘুরে
হেঁটে যায় পথে
কার কিইবা যায় আসে তাতে-
নিয়তির দ্বারে
তুমি
আমি
সে
কারও কোনও অগ্রাধিকার নেই-
সকলেই তো
সময়ের অনুগত দাস।
Subscribe
Login
0 Comments
Oldest