সময়ের অবসান
সময়ের অবসান
-ভাস্কর পাল
কারো ভাঙছে স্বপ্ন হাজার
কেউ দেখছে নতুন করে-
টানপিড়নে ভ্রান্ত সময়
উদভ্রান্ততায় যাচ্ছে সরে।
মধ্যরাতের আকাশ যখন
ভাঙছে এসে বুকের মাঝে
তখন দেখি অতীতটাই তো
বেশ ছিল আজকের থেকে।
সন্ধ্যা তারার ঝিল্লি আজ
ঝাপসা হয়ে থমকে গেছে
মানুষের সেই মনুষত্বটা
আদিম যুগেই লুকিয়ে আছে।
ভাবুক চোখে ভাবলে পরে
অনেক কিছুই তুলে ধরে-
ধরণীর বুকে নিজেকে কেমন
সবার থেকে আলাদা করে।
ভাবনা গুলো হঠাৎ করেই
মাথার মধ্যে চেপে ধরে-
চাপা পড়া ইচ্ছা গুলো
অন্ধ হয়ে থাকে পরে।
Subscribe
Login
0 Comments
Oldest