সময়ের সাথে
সময়ের সাথে
-ভাস্কর পাল
সময় চলেছে বয়ে, ঝোড়ো পাতার বেগে
ধূলি উড়ে যায় এক প্রান্ত থেকে ওপর প্রান্তরে।
অপেক্ষায় থেকে যায় কত, স্বপ্ন বহু বহু
প্রান্তরে প্রান্তরে রয়ে যায় স্মৃতির পরশটুকু।
কাটে না সময় একেক সময়, কাটে না মুহূর্ত,
সময়ের অবসানে গড়ে ওঠে কত গল্প সমূহ;
পাহাড়ের চূড়ে চুর্ণিত স্বপ্ন, শিশিরে শিশিরে ভেজা
মনের কোণে হলদে পাতা, ফোটায় বসন্তের শোভা।
বয়ে চলেছে গভীর স্রোতে স্মৃতির কত চিঠি
গোপনে থাকে গুচ্ছ গুচ্ছ কত কথা-কাহিনী;
গুল্ম থেকে বৃক্ষ হচ্ছে শিকড় ছুঁয়েছে গভীরে
ঝরছে পাতা অপেক্ষাতে নতুন পাতা ফুটবে বলে।
চক্রাকারে ঘুরছে ঋতু, কত সময় অঝোরে কাটে
স্মৃতির আঁচড় ছাপ রেখে যায়, সময়ের সাথে সাথে।
বাতাস বয় শান্ত বেগে উড়িয়ে দিয়ে ধূলি
পুরোনো বইয়ের হলদে পাতা ধরে রাখে স্মৃতিগুলি।।