সময়
সময় কাটে না
মনের আশাগুলো হাটে না,
জীবন থমকে দাঁড়ায়
সময়ের আচমকা হাওয়ায়।
সময়ের সাথে করেছি লড়াই
তাই আজ করি না কোনো বড়াই।
সময়ের পিছু পিছু ছুটেছি বহু দূর
কেটেছে বহু বছর ক্রান্ত অন্দরমহলে।
স্বপ্ন গুলো হুমকি দিয়ে,
দরজায় কড়া নেড়ে যায় নিশ্চুপ,
সময়ের তাগিদে হয়ে পড়ি চুপ।
সময় কাটে না বলে
আগুনে পুড়ি সারা বেলা,
সময়ের কাছে আজ হার মেনে বসে আছি,
কখন থামবে জীবনের চাকা,
ঘুরে দাঁড়াবে সময়ের কাটা।
সময়ের কাছে আজ বড়ো অসহায়
সময় তাড়া দিয়ে বলে,
যাচ্ছি চলে!ফিরে আর পাবেনা আমায়।
সালমা
Subscribe
Login
0 Comments
Oldest