সান্ধ্যক্ষণ
সান্ধ্যক্ষণ
হাকিকুর রহমান
সন্ধ্যার ঠিক প্রাক্কালে
সূর্যিটা যখন দিগন্তের দিকে ঢলে,
আঁধার চারিদিকে ছায়, আর
আকাশ-পৃথিবী চুপি চুপি কথা বলে।
গোধূলির সীমানায়
মনটা হারায়ে যায়,
চেনা পথগুলি খুঁজে ফেরা তাই
হৃদয়ের আঙিনায়।
বাসন্তিকার হাতছানি
নেয় যে আমারে টানি,
শাখে মৃদু বায়ু বয়
খুঁজে তো তাহারে জানি।
বুক ভরা নিঃশ্বাসে
পথ চলার আত্মবিশ্বাসে,
মমতায় ঘেরা বাঁধন
প্রাণের গভীরে তাই ভাসে।
Subscribe
Login
0 Comments
Oldest