সাবিনা সিদ্দিকী শিবার একগুচ্ছ ছড়াসমগ্র

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

১.

ভোর থেকে রিমিঝিম
বৃষ্টি যে ঝরছে।
আহ! আজ শৈশব কৈশোর,
খুব মনে পরছে।

নতুন পানিতে চারদিকে,
ভেলা নিয়ে হৈচৈ।
ফেলে আসা দিন গুলো,
হারিয়ে গেলো কই?

২.

সারাদিন ঘুরে ফিরে
কাঁদা লেপ্টে গায়ে।
লাঠি হাতে তেড়েফুঁড়ে,
আসতো যে মায়ে।

আজ সেই ছোটবেলা,
হারিয়ে যে ফেলেছি।
কানামাছি, বউচি আর,
কত খেলা খেলেছি।

৩.

এ-র গাছে ফল চুরি,
কারও গাছের ফুল।
হাতে বানিয়ে পরেছি
ফুলের কানের দুল।

নারিকেলের পাতা দিয়ে,
বানিয়ে হাত ঘড়ি।
অযথা সময় দেখে দেখি,
ছুটেছি তাড়াতাড়ি।

৪.

চাল ডাল তুলে এনে,
ঝোলা ভাতি খেলতাম।
ক্লান্তিতে চোখ বুঁজে এলে,
গাছের গোঁড়ায় হেলতাম।

ডেকে এনে চুল ধরে,
মা দিতো বকুনি।
কিছু পরেই ছুটে যেতাম,
নিয়ে চোখ শকুনি।

৫.

আজ এসব স্মৃতি হয়ে,
মনে আছে লুকিয়ে।
মনটাও আবেশিত হয়ে,
খরায় গিয়েছে শুকিয়ে।

ইচ্ছে করে ফিরে আসুক,
আগের মতো বৃষ্টি।
ফিরে পেতে চাই আবার,
আমার খেলাঘরে সৃষ্টি।

0

Publication author

offline 2 years

Sabina siddique shiba

0
সাবিনা সিদ্দিকী শিবা। বাংলাদেশী একজন লেখিকা। নিয়মিত লেখালেখির পাশাপাশি সাংবাদিকতাও করেন। জন্মস্থান শরীয়তপুর জেলার ডামুড্যায়। বর্তমানে তিনি বসবাস করেন নারায়ণগঞ্জের ফতুল্লায়।
Comments: 0Publics: 2Registration: 15-10-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।