সাবিনা সিদ্দিকী শিবার একগুচ্ছ ছড়াসমগ্র
১.
ভোর থেকে রিমিঝিম
বৃষ্টি যে ঝরছে।
আহ! আজ শৈশব কৈশোর,
খুব মনে পরছে।
নতুন পানিতে চারদিকে,
ভেলা নিয়ে হৈচৈ।
ফেলে আসা দিন গুলো,
হারিয়ে গেলো কই?
২.
সারাদিন ঘুরে ফিরে
কাঁদা লেপ্টে গায়ে।
লাঠি হাতে তেড়েফুঁড়ে,
আসতো যে মায়ে।
আজ সেই ছোটবেলা,
হারিয়ে যে ফেলেছি।
কানামাছি, বউচি আর,
কত খেলা খেলেছি।
৩.
এ-র গাছে ফল চুরি,
কারও গাছের ফুল।
হাতে বানিয়ে পরেছি
ফুলের কানের দুল।
নারিকেলের পাতা দিয়ে,
বানিয়ে হাত ঘড়ি।
অযথা সময় দেখে দেখি,
ছুটেছি তাড়াতাড়ি।
৪.
চাল ডাল তুলে এনে,
ঝোলা ভাতি খেলতাম।
ক্লান্তিতে চোখ বুঁজে এলে,
গাছের গোঁড়ায় হেলতাম।
ডেকে এনে চুল ধরে,
মা দিতো বকুনি।
কিছু পরেই ছুটে যেতাম,
নিয়ে চোখ শকুনি।
৫.
আজ এসব স্মৃতি হয়ে,
মনে আছে লুকিয়ে।
মনটাও আবেশিত হয়ে,
খরায় গিয়েছে শুকিয়ে।
ইচ্ছে করে ফিরে আসুক,
আগের মতো বৃষ্টি।
ফিরে পেতে চাই আবার,
আমার খেলাঘরে সৃষ্টি।