সুপ্ত আঘাত
সুপ্ত আঘাত
পঙ্কজ সূত্র ধর
চোখের সামনে লুকিয়ে আছো
দেখি যদিও প্রতিনিয়ত,
খুঁজে বেড়াই সকল ছবির মাঝে
তবু না থেকেও পাইনে তোমায়,
হাজারো চেনা অজুহাতে।
ভুল ছিলো কি কাছে টানা ইচ্ছেগুলো আজ?
হতাশার গভীর অরণ্যে হারিয়েছে গুণো কাজ!
লালসার হাতছানিতে ভুলেছি কারোর আশা
আজ তা হানছে আঘাত ঠুঙ্কো মনের বাসা।
পেয়েছি তোমায় তবু পাইনি তোমায়
হারিয়েছি তোমায় , তোমার জন্য
ফিঁকে বেড়িয়েছে যেন আশা নিরাশার মাঝে
তবু না বেড়োয় ঘুমিয়ে পড়া অজানা কৃতপন্য।
……
কোচবিহার)19.05.21
Subscribe
Login
0 Comments
Oldest