সুশিক্ষিত শিক্ষক – অসীম চক্রবর্ত্তী
সুশিক্ষার সমগ্র নির্মল আকাশে এরা কোন গ্রহ,
না কোন গ্রহাণু, নাকি নিস্প্রভ নীহারিকা ?
নক্ষত্র কেহ কেহ বদলেছে পথ, গেছে ভিন্ন লোকে
শিশুর ভবিষ্যৎ নির্বাধে কাটছে এলোকের মূর্খ পোকে।
গ্রহ, গ্রহাণুরা আলোকহীন আকাশে করছে নিগ্রহ,
এনেছে শিক্ষায় শিক্ষার যবনিকা।
নক্ষত্র কেহ কেহ হারিয়েছে পথ, শিক্ষণ গিয়েছে চুকে
অশিক্ষিত ভারে সর্বশিক্ষা, আঁধারে রয়েছে ঝুঁকে।
রাজনৈতিক উদ্দেশ্য সর্ব শিক্ষায় এনেছে বিগ্রহ,
বিক্রিত শিক্ষায় ধরেছে মরীচিকা।
নক্ষত্র কেহ কেহ বঞ্চিত নিয়োগে, যোগ্যতা নেমেছে পথে
শিক্ষা চলেছে দেশও চলেছে অশিক্ষিতের রথে।
বাঁচাও শিক্ষা শিক্ষাক্ষেত্রে বাড়াও শিক্ষকের আগ্রহ
শিক্ষাকে করোনা অজ্ঞের পুত্তলিকা।
নক্ষত্র সবে ফিরাও এপথে অসম্ভ্রম করো শেষ
সুশিক্ষিত শিক্ষক এক একটি নক্ষত্র বাঁচবে তবেই দেশ।