প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

গির্জায় গির্জায় মুখরিত আজ যিশুখ্রিস্টের বন্দনায়
হৃদয় ছোঁয়া শান্তির প্রার্থনায়
এমনই দিনে যিশুখ্রিস্ট এসেছিলেন এই ধরায়
মহীয়সী মেরীর কোলজুড়ানো মমতায়
চারিদিকে আলোকিত করে ধরণির মঙ্গল বার্তায়
জন্ম নিয়েছিলেন আর্তমানবতার সেবায়।
বড়োদিনের আনন্দে আজ ধুম পড়েছে গৃহসজ্জায়
আলোকসজ্জায় সজ্জিত করছে বৃক্ষশাখায়
কুশল বিনিময়ে ব্যস্ত মানুষেরা কার্ডের শুভেচ্ছায়
প্রীতিভোজের আয়োজনে গৃহিণীরা রন্ধনশালায়
উপহারের আশায় শিশুরা বসে সান্তাক্লজের প্রতীক্ষায়
কেউ আবার পেয়ে আত্মহারায়।
এমনই দিনে ধর্মপ্রাণ মানুষেরা ঘুরে বেড়ায়
ব্রতচারী হয় সত্যপথের প্রতিজ্ঞায়
মহানন্দে কেক কেটে যিশুখ্রিস্টকে শ্রদ্ধা জানায়
আগামী দিনের মঙ্গল কামনায়
যেন সকলের অশুভকাল দূরীভূত হয়ে যায়
শান্তি ফিরে সবার দরজায়।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে