সেদিনের ভালোলাগা
আমি তো দেখছি
কত তারা আকাশে জ্বলছে
কভু নিভছে;
আমি তো দেখিনি
ঝরে যাওয়া জীবন ডায়েরির পাতা।
আমি অনুভবে খুঁজেছি তোমারে
তোমাকেই ভালোবেসে।
সেদিনের ভালোলাগা
আমাকে নিয়ে এসেছে
প্রেমের মুখোমুখি;
সত্য জানি মরণে আমি।
আত্মায় প্রেম জমে হৃদয়ে
শুকনো অতীত-
ফুল ফোটা ঘাসে
ক্যানভাসে রাখা প্রেমের চিঠি
নীল খামে হাতে রেখে
তোমার মনের গহীন বালুচরে।
তোমারে না বলা কিছু কথা
আমারে বারে বারে প্রশ্ন করে?
অতীত ঘেরা অনুভবে,
চেয়ে থাকা স্বপনে
কোথায় দেখেছিলাম আমি তোমারে
তোমাকেই একটু একটু ভালোবেসে।।
২২/০৬/২১
Subscribe
Login
0 Comments
Oldest