সোনা হয়ে,আমি উঠব এবার
রূপের বশে, চোখ গেল, রাধার,
মনের গভীরে প্রাণ।
দেখার আশায়, সব যায় প্রায়,
ভেবেছো, কি হবে আমার?
হৃদয়-পদ্ম, যায় চলে যায়,
প্রেমের নদীতে ভেসে,
ধরে দাও শ্যাম, ধরে দাও শ্যাম,
না পারি যে, ছেড়ে থাকতে।
পাষাণ করো না, কমল মনকে,
স্থবির করো না পা’কে,
তোমার হাতের মোহের বাঁধনে,
আমাকে নিও, শ্যাম জড়িয়ে।
তবে হব, আমি প্রেয়সী রাধা,
থাকব’না বিরহে একা।
আশা-ভরসা, প্রিয় আমার সখা,
নব, নব রূপে, রাধা।
প্রেমের আগুনে, যায় যাক সব,
পুড়িতে আমি যে চাই।
সোনা হয়ে, আমি উঠব এবার,
তোমাতে মিশিতে পাই।
Subscribe
Login
0 Comments
Oldest