সোনামণি সিনথীয়া
সোনামণি সিনথীয়া
গান গায় পিয়া পিয়া
ধ্যান করে সকলের ভঙ্গ,
জেগে সদা পাশাপাশি
এই জল এই হাসি
প্রিয় তার বাবা মা’র সঙ্গ।
খ্যালে যদি খেলাপাতি
দিনমানই থাকে মাতি
শুনে শুনে পুতুলের বায়না,
বেঁধে দিলে দুই ঝুঁটি
হেসে হয় কুটি কুটি
বারে বারে হাতে নিয়ে আয়না।
খেতে দিলে মাছ ভাত
বসে শুধু ধোয় হাত
মুখে পেলে তবে ঝরে শব্দ,
কভু গেলে রেগে অতি
ড্রেস চাই-ই প্রজাপতি
পড়বো না বলে করে জব্দ।
Subscribe
Login
0 Comments
Oldest