স্পর্ধা– অসীম চক্রবর্ত্তী
ফের বুঝি কেহ
নিয়ে সাথে দেহ
ঐ আসে তড়িঘড়ি
নেমেছে মৃতের ঢল
মানব মরন কল
এ কোন মহামারী !!!
যেন এক দাবানল
জ্বলছে লাশের দল
জ্বলে পুড়ে সব ছাই
কালো ধোঁয়া হয়ে পড়ে
উড়ে উড়ে যায় ধিরে
যেন এর শেষ নাই।
হাঁস ফাঁস রোগী যত
হয়ে আছে থতমত
সেবা আজ হারিয়েছে সংঘাতে
মরোমরো রোগী কত
পরাকৃত শতশত
রোগী আজ শুয়ে ফুটপাতে
অশান্ত মায়াবী ঢেউ
আছাড় মারছে কেউ
বিধাতার একি পরিহাস
ভাসাইয়া বহু প্রাণ
উপকূলে খানখান
তিলেতিলে শেষ নিঃশ্বাস।
চারিদিক হাহাকার
সমাজটা নির্বিকার
এ সবের দায় তবে কার?
এ নয় একবার
যেন ইহা বারবার
‘স্পর্ধাই’ এনেছে মানুষের হার।
ফের বুঝি কেহ
নিয়ে সাথে দেহ
ঐ আসে তড়িঘড়ি
নেমেছে মৃতের ঢল
মানব মরন কল
এ কোন মহামারী !!!