স্বগত সংলাপ
”স্বগত সংলাপ”
আমাকে কষ্টের কাঁটাতারে
আর বেঁধো না সীমা।
কারন তোমার আর আমার
মাঝখানটা কোন সীমান্ত নয়।
আবার আমি কোন
ফেরারী আসামিও নই যে
আমি শুধু পালিয়েই বেড়াবো।
সত্যি বলছি, আমি শুধু
তোমার বলয় থেকে মুক্তি চাই।
আমার অস্তিত্বের মুক্তি।
আমার নিজস্ব ব্যক্তি ও
বাক স্বাধীনতার মুক্তি।
মানবতাহীনতার মুক্তি।
আমার ভিতরের দানব রুপী
রুদ্র দুর্বলতার মুক্তি।
আমার ভিতরে যে নীতিবোধ
এতদিন শৃঙ্খলিত ছিল
তাকে আর বগলদাবা করে
রাখা যাচ্ছে না।
আমার পঞ্চ ইন্দ্রিয় এখন
জাগতিক সত্তায় বিলীন।
যে কোন কিছুই আমার
মতের বাইরে গেলেই – গণ বিচ্ছিন্ন
ব্যক্তিতন্ত্রই প্রাধান্য পাচ্ছে।
কেননা গণতন্ত্র এখন আর কারো
নীতিবোধের গ্যারান্টি দেয় না।
আমি যদি আমার দুর্বল চিত্তের
পড়ি কি মরি? এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি,
তখন তুমি শুধু ষড়যন্ত্রের গন্ধই পাবে।
বরং তুমি এখনই সাবধান হয়ে যাও।
আমার দুর্বলতম রুদ্র রোষ থেকে।
আমাকে স্বেচ্ছায় বিপ্লবী হতে দাও।