স্বপ্নের ফেরিওয়ালা
চোখে চোখ রেখে পড়তে পারো হৃদয়?
এইতো দেখ তোমাকে না দেখেও
তোমার হৃদয় কেমন সোজা অঙ্কের মতো মনে হয়।
দূরে যেতে যেতে আমি যখন কৃষ্ণগহ্বর পেরিয়ে যাচ্ছি,তখন ওই যে দূরে পাহাড় চূড়া,ওখানে তুমি আকাশ মাখছো,ঝর্ণা মাখছো, আর মাখছো অন্তহীন সময়।
আমি আমার ইহকাল পরকাল নিয়ে কৃষ্ণ গহ্বর পার করতে চাইছি….
সময় পায়ের নুপুর হয়ে বেজে চলেছে।
কি নরম তুলতুলে মৃত্যু আমাকে নিয়ে খেলছে
পুতুলের মতো।
এখান থেকে তোমার পাহাড় চূড়া দেখা যায় না।
আমিও আলো খুঁজি,আলোর মাঝে সব সুখ।
এই দেখ,চোখ বুজে কেমন আলো মাখছি সারা গায়ে,সারা মনে।
আমার সব পালক সোনা হয়ে যাচ্ছে।
এই দেখ,কেমন আলোর ঈশ্বর আমাকে দিয়ে
লিখিয়ে নিচ্ছে পরোয়ানা।
ওই পাহাড় চূড়া তোমার জন্য।
পুতুলদের খেলাঘরে আমি এখন রাজা।এক পৃথিবী স্বপ্ন তোমাকে দিয়ে আমি আজ স্বপ্নের
ফেরিওয়ালা হলাম।
কলমে:-সুদীপ্তা বিশ্বাস দত্ত।