স্বপ্ন ভঙ্গ
হঠাৎ আলোক বর্তিকা হয়ে
করোনা এলো মানুষের দোরগোড়ায়।
এ যেন যুগের অভিশাপ থেকে
সভ্যতার শাপেবর।
উহান থেকে ভ্যটিকান সর্বত্রই
উত্তাপ ছড়ালো একছত্র আধিপত্যে।
মানবতা ফিরতে শুরু করলো পূনর্জন্মে।
আর নৈতিকতাও শিহরিত হতে লাগলো মুষ্যত্ববোধে।
নাইট ক্লাব, পতিতালয়, শেখেদের ক্যাবারে ডান্স
হাল ফ্যাশনের ক্যাসিনোগুলো কেবলই
বন্ধ হতে শুরু করলো;
উন্নত দেশগুলো সামরিক ব্যয় কমিয়ে
স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়াতে শুরু করলো।
পারিবারিক বন্ধন সুদৃঢ় হতে লাগলো।
সর্বভূক জাতিগুলো কেবলই নিষিদ্ধ
প্রাণি ভক্ষণ বন্ধ করতে শুরু করলো।
স্বৈরাচাররা তাদের অসীম ক্ষমতাকে
তুচ্ছ করে কেবলই শ্রষ্টার কাছে
ফিরতে শুরু করলো।
ইতালির প্রধান মন্ত্রীর বক্তব্যে
ফুটে উঠলো ক্ষমতার অসহায়ত্ব;
”আমাদের সকল প্রচেষ্টা শেষ হয়ে গেছে”
এখন আকাশে যিনি আছেন
তার দিকে চেয়ে থাকা ছাড়া
আর কোন পথ নাই।
তখনই আবার করোনার তাড়নায়
গৃহবন্দী মানুষের জঠর জ্বালা
মোচড়াতে শুরু করলো।
আমরাও আবার পুরোনো
পথেই ফিরতে শুরু করলাম।
শুরু হলো খুন, ধর্ষণ, জলিয়াতি আর
সিন্ডিকেট প্রথার বর্বর পথ চলা।
আবারো আমাদের স্বপ্নভঙ্গ হলো।